এক সে বুড়া পরান খুড়া থাকতো সদাই খুইশী-  
খুশীর কারণ জিগাই তারে উঠল বেজায় হাইসি।
শুধাই তারে সাহস কইরে-  
হাইসি আইসে ক্যামন কইরে?
হাইসা বলে- হাইসি মানেই রইছি সদাই খুইশী।

তিন কুলে নাই কেউ তো তাহার আঁটকুড়ে পোর বেটা-  
যখের মতন বইসে আছে- মইরলে চুকে ল্যাইঠা।    
লদীর পাড়ের খালি জমিন-
এট্টু খানি; গেলবছর পেছেন।
খড়ের চালের ঘর ফেঁদেছেন; আগলে আছেন সেইটা।      

শাবন মাইসে গাভীন আকাশ কাঁন্দা ভাইস্যা দিলে-
তুফান আইল, বাদল আইল- লদী ভাইস্যা চলে।
গেরাম জুইড়ে বেবাক লোকে-  
দিনে-রাইতে বাঁধ আগলে থাক্যে।      
কটাল বানের ঝাপটা আইসা বাঁধ ভাইঙ্গা ফেলে।    

বানের জইলে ভাইসা গেল খুড়োর ঘরের দালান।
বাঁধের ধাইরে ম্যারাপ বেঁনধে একটু খাইনি মাচান-
পার্টির লেতা পটল মেটা-
লুঙ্গি শাড়ী দিল দুইটা।
তাতেই খুইশী পরান খুড়া ঘুমান দিলেন সটান।

আবার সেদিন দৌড়া গিয়া অতুল মাঝীর বাইড়ি-    
আইল দিয়া পরান খুড়া লোতন যেইটা শাইড়ী।  
এমনে তোমার পেট চইলেনা-  
বানের ক্ষেতির তান পেলেনা!
কইল খুড়া- সুখেই আছি- বিড়ির ধুঁয়া ছাইড়ি।  
------------------------------------------------------------------------------
আগামী কাল "পরান খুড়া ২" প্রকাশিত হবে... আমার পাতায় সবার সাদর আমন্ত্রণ রইল।