কানু প্রিয়া প্রেম পরকীয়া প্রেম
তবুও মধুর লাগে
মরমিয়া প্রেম ধরণী তলে
এখনো বেসুরো বাজে!
প্রেমের দিব্যি! প্রেমের দাবি-
হৃদয় ছোঁয়ার চাবি
শরীরে শরীরে হোক মাখামাখি-
সব শরীরের দাবি-
শরীর! শরীর! শরীর তোমার
মনের খবর কই?
মনের খবর যে রেখেছে
তার সনে তে রই!
ঠোঁটের মাংস খুবলে নিলেই
প্রেমের প্রকাশ নয়
আলজিহ্বাতে টাকরা দিও
কাঁপছি কামনায়-
এমন করেই রাঙিয়ে দিও হৃদয় আমার
এমনতর সই
আপনকীয়া-পরকীয়ায় যেন
তোমায় খুঁজে পাই!!