নিভৃত কোনে নীরবে জমে একাকী অন্ধকার
অনুশোচনার মর্ম গ্লানিতে জ্বলে পুড়ে ছারখার-
হতাশা গ্রস্ত ধস্ত চোয়াল নির্মেদ ঋজু বাহু  
লুকায়েছে মুখ করপুট পিছে, গ্রহণ ছুঁয়েছে রাহু!  



অঝোর বৃষ্টি দু’চোখে তাঁহার—
                               কেঁপে ওঠে বুক ভয়ে
হাহাকার বাজে হারানো ব্যথার
                               মহিমা তাঁহার ক্ষয়ে!  



মুষল পর্ব লেগেছে ভীষণ- লেখনীটা ভাস্বর
অনিবার তেজ রহিবে না আর ভাগ্যটা দাস্যর।      
দীর্ঘশ্বাসে দূষিত বাতাস- দুনিয়াটা নশ্বর—    
জীবনের বাজি হেরে গিয়ে ভুত- পরাজিত ঈশ্বর!!