অপ্রেম এসেছিল নীরবে!
তারপর ধ্রুবতারা ছেঁড়া পথ বেয়ে
আগুন রঙে ছোপান আঁচল
ওড়ে পাগল বাতাসে।
চোখ তুলে তাকালে –
তার চোখে থাকে নিষেধের বেড়া
রেড এলার্ট মেঘ –
তবুও ধৃষ্টতা করে বলেছিল সে –
তুমি চাইলে –
বয়েজ কাট ছেড়ে দিতে পারি
মেলে দেব শ্রাবস্তী কেশ।