আকাশের মত নিঃসীম এক স্বপ্নের ভেতরে-
মিশে যাও তুমি-
জোছনার শাড়ী লুটায় অগভীর জলে-
আমি রই অপরিচিত বলয়ে।
তুমি আঁচল ভরে হেসে ওঠো বিকেলের ফুলে।
অরণ্য হেঁটে আসে কবিতায়!
অকারণে রও নিরুত্তর-
ভালবেসে কারো চোখ পেলে
এঁকে দেব স্বপ্নের কাজল!!
----------------------------------------
পুরনো ডায়রি থেকে আরও একটি কবিতা।