সে ভুল করে ফুল নিতে আসে না-
অবকাশ পেলে চুপ করে
দেখে নেয় প্রিয় মুখ।
তারপর প্রাকৃতিক সবুজ ডুবে যায়
নিঃসীম তরল অন্ধকারে।
হাতে থাকে উল কাঁটা
চোখ বিঁধে জ্যামিতিক নকশায়
কাজল লতায়- ভোমরায়-
আর থাকে প্রিয় আশা-
কারো আসার আশায়।
সে ভুল করে ফুল নিতে আসে না
জলের ভেতরে ফেরে বাঁধ ভাঙা জোছনা
অকারণে বারে বারে ফিরি আলোকে
সে ভুল করে ফুল নিতে কভু আসে না।
*****************************************************
পুরনো ডাইরী থেকে আরও একটি লেখা দিলাম। এই লেখার রচনা কাল ১৪/০২/২০০৩।