নূতন দিনের কাছে
ছুটি চেয়ে নেব –

তারপর –

অবারিত ঘুমে অচেতন –
সচেতন আকাশের বুক হতে
খসে পড়া তারা –
ধুসর কবিতায় –
বিদায়ের শেষ আয়োজন।

অনেক কবিতা আজ –
অবকাশে-
         -আমি নিষ্প্রয়োজন।  

নূতন দিনের কাছে
ছুটি চেয়ে নেব -
ধুসর কবিতায় –
বিদায়ের শেষ আয়োজন।