রোদ বলল- বৃক্ষ হবি!
আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে রবি
স্নেহের পরশ বুলিয়ে দিবি
মাখবি কিরণ; ছায়া দিবি
ওমের মত জড়িয়ে নিবি
বল না- তুই বৃক্ষ হবি!
মেঘ বলল- বর্ষা হবি!
ছিঁচকাঁদুনে কান্না হবি!
হাওয়ার সাথে কথা কবি
রাগ অভিমান ভুলিয়ে দিবি
দুঃখ বিলাপ জুড়িয়ে দিবি
বল না- তুই বর্ষা হবি!
বাতাস বলল- ধুলো হবি!
সকল খানে ছড়িয়ে রবি
উজাড় করে বিলিয়ে দিবি
তুচ্ছ হবি, ত্যাজ্য হবি
তিতিক্ষাতে দগ্ধ হবি
বল না- তুই ধুলো হবি!
আকাশ বলল- শূন্য হবি!
সবার কাছে নুন্য হবি
নিঃশেষে তুই পুণ্য হবি
ধন্য হবি, বন্য হবি
সব হারাতে গণ্য হবি
বল না- তুই শূন্য হবি!
আগুন বলল- শুদ্ধ হবি!
জ্ঞান গরিমায় ঋদ্ধ হবি
নিজের সঙ্গে যুদ্ধ হবি
সর্ব গ্রাহী লুব্ধ হবি
অতীন্দ্রিয় বুদ্ধ হবি
বল না- তুই শুদ্ধ হবি!
নদী বলল- বাউল হবি!
মন যমুনায় মউল হবি
দুরন্ত এক বাতুল হবি
বৈরাগী তুই রাতুল হবি
ভাসিয়ে দেওয়া পুতুল হবি!
বল না- তুই বাউল হবি!
অনেক হওয়ার সম্ভাবনা
হয়না কিছুই হওয়া
তালের সাথে তাল মিলিয়ে
নিত্য বয়ে যাওয়া………।