আমি তোর ঘুম হতে চাই
ঝুম হতে চাই ঠোঁটে
বলেছিল সেই ছেলেটা
খুব ছিল ছটপটে—


জানিস, অত সময় নেই আর
ভেবে-টেবে কাব্য করার
            ফষ্টি করে নষ্ট হব,
দায় নেই সভ্য হবার।      
সেই কবি সেই রবীন্দ্রনাথ
হঠাৎ দেখা রেলগাড়িতে
       দূর দূর— ওসব ক্লিশে—
বেশ মানাবে নীল শাড়ীতে;  
আজকে রাতের রাতপরী হোস  
         নেকুপুসি ভাল্লাগেনা
কে বলে- বল দেখি তুই  
শরীরে প্রেম হবে না!  


সেই যে কালা, রাধার প্রেমিক
কোনও বাধায় বাধ মেনেছে!  
        ষোলশ গোপিন ছিল
সবকটাকে খুব খেয়েছে—  
তবুও-তো সে নষ্ট বলে  
      ভ্রষ্ট করে কেউ রাখেনি;
শরীরের রক্ত কনায়    
পরাগ রেণু কেউ মাখেনি!  
      তবে তোর কষ্ট কিসের
ভ্রমরে- ফুলের মধু আজও  
যখন কেউ চাখেনি!!