মাথাটা'ই যত নষ্টের গোড়া
                 এত শত কেন ভাববে!  
রাষ্ট্র যখন বলছে মানতে
মুখ বুজে সব মানবে—।

খাবে বা পরবে, রমণ করবে
                  কোন রমণীর সাথে
কোন যুবকের প্রেমের স্বত্ব
লাভ জিহাদের খাতে  
কতটা বলবে, কতটা গিলবে
                  কতটা লিখবে খাতায়
যতটা ঝুঁকবে ততটা মিলবে    
রাষ্ট্রের পা চাঁটায়
  
রাষ্ট্রের দাবি রোবটের দল
                   মগজেরা শয়তান
মগজেরা করে প্রশ্ন বিদ্ধ
রাজপাট খান খান
স্বাধীনতা তাই রাষ্ট্রের রবে  
                    নাগরিক অকারণ  
রাষ্ট্রের দাবি আইন সিদ্ধ
নকশাল নিবারণ।।