বহতা নদীর মত নারী –
বুকের কাছে মেলে ধরা বালুচরি শাড়ী!
নাতিদীর্ঘ লাজে অপরূপা –
নবীন হাতের স্পর্শে –
অপরূপা নারী হয়ে ওঠে।
সমস্ত স্বচ্ছন্দ কবিতায়
মরালীর মত গ্রীবা তুলে
স্বীয় নির্জনতায় বিজন অরণ্যে
একাকী দিঘির মত –
দীঘল চোখ মেলে
সমস্ত নাগরিক সত্তায়
জীবন্ত নদী হয়ে ওঠে।।