মুঠোফোনে রিং; কোন কথা নেই, আননোন নাম্বার!
কিছু ক্ষণ চুপ, ফের ফিসফাস- দায় নেই থামবার
রাত ভোর হয়, দিন কেটে যায়; নিঝঝুম ভাল লাগা
কাটলেই ফোন- একেবারে লাগে একদম একা একা
তুলে রাখা এই কথোপকথন, বিষাদের অভিমান
ছুঁয়ে দিয়ে হাত শুরু হোক তবে নিষেধের অভিযান…।।