মরচে চাঁদে পড়ছে শুনে হচ্ছে বিষম ভয়-
এই বুঝি বা চাঁদের গায়ে প্রলেপ দিলো হায়।
তারপরে কোন ইশতেহারে-
বিজ্ঞাপনী চমৎকারে
দালাল ধরে বাজার দরে নিলাম করে তায়!!
কিলোর দরে বেচলে তারে- মিলবে কত দাম?
চ্যানেল জুড়ে প্রাইম টাইম- সরকারি ইনকাম!
কোভিড ফাঁড়ায় দেশের চাকা-
রাজ কোষাগার হচ্ছে ফাঁকা।
এই মওকায় উপরি পাওয়া মলম ঝান্ডুবাম!
চার–ছ টাকা কিলোর দরে লাখো করোড় হতেই পারে।
কাজ কি বল চন্দ্রমারই এই অবেলায় গগন পারে!
তার চেয়ে ভাই দেশের মাঝে
একটু যদি আসেই কাজে
বর্তে যাবে চন্দ্র মামা জন্ম ঋণের উদ্ধারে।
ঋণ বল কি এমনি ঘুচে! জীবন যদি নাইবা দিলে!
দেশদ্রোহী দেগেই দেবে সময় সুযোগ একটু পেলে।
তারপরে আর কাজ কি বল!
দেশান্তরে আপনি চল-
নাড়ীর টানের আকর্ষণের মায়ার বাঁধন খুলে।
হুজুগ সওয়ার হচ্ছে মাথায় চন্দ্রাহত উচ্ছ্বাসে-
বোধ বুদ্ধি ষাঁড়ের খোঁয়াড় রাজনৈতিক বিশ্বাসে।
কালের কথা ভাবছে কেবা?
উলটে গণেশ, দেশের দেবা!
ভক্তরা আজ বেজায় খুশী নিলাম নিলাম আশ্বাসে!!