নীল রঙের শাড়ী তে তোমাকে দারুণ মানায়!
                —নীল জমির ওপরে সাদা বুটিকের কাজ করা ঢাকাই শাড়ি পরে
গেলে আকাশ দেখতে—
তুমি দেখছিলে—
আকাশ— মেঘ – আর বৃষ্টির লুকোচুরি।
আর আমি— তোমাকে—
চপলা হরিণীর মতো—
                  —উজ্জ্বল নীলাভ আলোর বৃত্তে।



নীল রঙের শাড়ী তে তোমাকে দারুণ মানায়!
                  —জরি পাড় নীল বালুচরি পরে
তুমি এলে বেগমসাহেবা চিল্কার কাছে
তুমি দেখছিলে—
জল— মাটি— আর রোদ্দুরের অপূর্ব সঙ্গম।
আর আমি— তোমাকে—
শাপলা ফুলের মতো—
                    —উজ্জ্বল নীলাভ আলোর বৃত্তে।  



নীল রঙের শাড়ী তে তোমাকে দারুণ মানায়!
                   —আলো পিছলে যাওয়া নীল বেনারসী পরে
তুমি এলে- আগুন সাক্ষী হতে
তুমি দেখছিলে—
ঝলমলে চমক আর অনাগত সমুজ্জ্বল ভবিষ্যৎ।    
আর আমি— তোমাকে—
এসিটিলিন শিখার মতো—
                   —অনুজ্জ্বল নীলাভ আলোর বৃত্তে।।