আহত পাখির কাছে আমরা সবাই
এখনও নদীর মত হতে চেয়েও
কিছু মাত্র হওয়া হয় নাই –
ভিনদেশী হাওয়া ছাড়া –
প্রাণের পরশ মেলে নিঃসঙ্গ ছায়ায়
নেবে কি ফিরায়ে আমায় নিঃস্ব মায়ায়!
আহত পাখির কাছে আমরা সবাই
কৃত সঙ্কল্প ছাড়া ভালবাসা কিছু
চেয়ে নিতে আসি মুঠোটাক অনাবাসী প্রেম
জলের ঢেউ এর কাছে জীবনের গান
গানের কাছে – নতজানু জীবনের মানে
কে প্রথম ভালবেসে ফিরে গেছে সংগোপনে
কেউ জানে না –
আহত পাখির কাছে আমরা সবাই
বিনিদ্র ক্লান্তির পরেও ক্ষয় হতে থাকি
অবিরত - দুদণ্ড শান্তির একান্ত কামনায়
নেবে কি ফিরায়ে আমায় নিঃস্ব মায়ায়!!