ভাগ্যিস এই দেশে মহামারী এলো!
আমাদের নেতারা কি খেল দেখাল!
আজবের দেশে দেখ গজব বিধান-
প্রতিকারে প্রণিধান আজুবা নিদান!
পাঁচ বাজে শাঁখে ফুঁ, নয় বাজে বাতি!
এতেই পালাবে আপদ সব রাতারাতি!
গোমূত্র পান থেকে ভাবির পাঁপড়-
ঠাঁটিয়ে কানের গোড়ায় প্রবল চাপড়!
হামু বাবা চুমু খেল কার কার হাতে?
কেউ ছোটে বিশ্বাসে দেউল বানাতে।
কেউ বলে সেরে যাবে চালিশার পাঠে-
সাধু বাবা মেডিসিন সরকারি হাটে!
দিনে দিনে আরও কত আসবে কি জানি!
দু-মাসেই ভ্যাকসিন ওই আসে শুনি!
বাবু দের এলেমের জোর আছে বটে-
গোবরের সারাৎসার ভরে আছে ঘটে!
সব কিছু ঘেঁটে ঘ- হযবরল-
কোথা হতে গাড়লেরা সব চলে এলো?
হারাকিরি নিদানের এমনই গুঁতো-
একেবারে অজ্ঞান বিজ্ঞান ভুতো।।