ব্যথা জমে জমে হিমালয় হয়
অশ্রু সে জমে নদী
মানুষেরা জমে স্থবিরতা পায়
ভাবনারা জমে যদি।
লেখনী সে জমে প্রস্তর হয়
প্যাপিরাস পুড়ে ছাই
ব্যাবিলন পুড়ে; রোম ও মিশর
মহাভারতেও তাই।
আগুন সে জমে অঙ্গার হয়
অঙ্গার ঢাকে আলো
আলো জমে গিয়ে গরলের স্রোত-
স্রোতে ভেসে যাওয়া ভালো!
স্নায়ু গুলো জমে ক্রীতদাস হয়
স্যালুটেই ওঠে হাত
সূর্য সে জমে কৃষ্ণ গহ্বর
অমানিশা ঘোরে রাত।
ভগবান জমে ভূত হয়ে যায়
ভূত হয়ে ওঠে ভাস্বর
আগামীর আশা জমে গিয়ে মৃত
আগামী হল নশ্বর।।