নদীতে নারীর লাশ!
নদী কি পেয়েছে কখনো –
শারীরিক ভালবাসার অবকাশ!
নদী কি পেয়েছে কখনো –
নিরুপম বুক চোঁয়ানো শ্বাস!
নদীতে নারীর লাশ!
পৃথিবীর ঘুম ভেঙে গেলে
অনূঢ়া নারীর মত ব্যাবর্ত ব্রীড়ায়
ফুটি ফাটা ঠোঁট চেপে –
অনিঃশেষ ক্ষয়িষ্ণু কামনায়
বিছানায় উল্টানো বুকে
পিঁপড়ের অবাধ গতি –
নদী কি জেনেছে কখনো –
প্রেমের কামনায় নেই কোন যতি!
নদী কি জেনেছে কখনো –
একাঙ্গি প্রিয়ার কতখানি সম্মতি!
নদীতে নারীর লাশ!
এখুনি সূর্যোদয় হবে বনান্তরে
এখুনি সবাই জানবে –
কৃত জ্যোৎস্নায় কত রসায়ন
ঢুকে গেছে অনূঢ়া জঠরে –
নদী কি জেনেছে কখনো –
কতখানি প্রেম থাকে নারীর অন্তরে!
নদী কি জেনেছে কখনো –
কতখানি অবহেলা পেলে নারী
লাশ হতে পারে নিঠুর প্রান্তরে!!