বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত খবরানুসারে  
                                 আজকাল
পরলোক গত মহাত্মা'রা কেউই স্বর্গের সিঁড়ি পথ মাড়ান না…  

জনমানব শূন্য সারি সারি সুরম্য অট্টালিকা
দম বন্ধ করা সুমিষ্ট পারিজাত ঘ্রাণ  
আর বিলাস ব্যাপনের অঢেল আয়োজন নিয়ে
দেব বালা'রা যমালয়ের দক্ষিণ তোরণ দ্বারে সমাসিত  
                                                             যদিও
পরলোক গত মহাত্মা'রা কেউই স্বর্গের সিঁড়ি পথ মাড়ান না…  


ওদিকে নরকের হাট বেশ জমজমাট—
চটুল লাস্যে,  উচ্ছল হাস্যে, বীরত্বের গর্জনে,  
আর চামড়া পোড়ার মদির গন্ধে আমোদ বিমোহিত…  
  
ধর্মের ষাঁড় আফিমের নেশায় ঝিমুতে ঝিমুতে
চিত্রগুপ্তের খেরোর খাতা চিবুতে চিবুতে
পাপ-পুণ্যের বিচারে নিয়োজিত
                                                 ইত্যবসরে—  
ভগবান স্বয়ং একাকীত্বের অবসাদ হতে অবসর পেতে
                                       আজকাল নরক প্রবাসী…।।