না! কোন কথা নয়
দীপ জ্বেলে দাও-
আর কোন কথা নয়-
বুকের ভেতরে আসিন –
থেকো অনেক ক্ষণ।
কোন কথা নয় –
তোমার দীঘির মত বুকে
পুত স্নান সেরে নিই।
কোন কথা নয় –
দীপ জ্বেলে দাও-
অগরু ঘ্রাণের মত
মিশে যাই খোলা চুলে- আঁচলে
কোন কথা নয় –
না! কোন কথা নয় –।।