আমি ফুল ভালবাসি –
ফুল— নদী—
যদি—
বলাকার ডানা ছেয়ে থাকে
সকল আন্তরভূমি—
দুখিনী প্রদীপ খানি আর তুমি
ফিরে এলে কবিতায়
মেতে রই গুঢ় সার্থকতায়—
ফিরে এলে কবিতায়।
সকালে মেঘ করেছিল—
দুপুরে রোদ্দুর
বিকালে বেড়াতে এলে –
কথাকলি উচ্ছল সমুদ্দুর
সকালে মেঘ করেছিল—
দুপুরে রোদ্দুর।
উঠোনে শিমুল পলাশ
উপবন নীল আকাশ
দেখো আমার হাতে কত বাতাস
কত শীতল বাতাস—
মুঠো করে ধরে আছি
দিই—
তোমার চোখে বুলিয়ে দিই—!!