মুহূর্তরা জমা হয় মুঠোফোন ক্যামেরায়
মেমোরিতে জমে ধুলো বালি
আমাদের ছবিগুলো প্রতিদিন বদলায়
স্ট্যাটাসের ভিড়ে জোড়াতালি।
আমি ও আমার সাথে মুখোমুখি দেখা
জিজ্ঞাসা- ভালো আছো সখা!
নির্বাক মুহূর্তরা চেয়ে থাকে বিস্ময়ে
গুগুলের সরণীতে একেবারে একা!!