মৃত্যুকে বড় ভালবাসি জেনো-        
তবুও তো তাকে  চাইনা।
জীবনের মানে খুঁজে পেতে চাই-  
কেনো যে খুঁজিয়া পাইনা!    

আগুনের ছাঁচে হাত রেখে বসে-  
ভাগ্য পুড়িছে দারুণ রোষে।  

তবুও তো কভু ভালবাসি বলে-  
মৃত্যুর কোলে যাইনা।।