কি যেন এক স্বপ্ন দেখে যেই উঠেছি জেগে-
কশিয়ে দিলাম একটি চাপড় ভীষণ রকম রেগে।
হাত বুলিয়ে নিজের গালে
শিরশিরানি টেরটি পেলে
বেশ বুঝেছি মারতে মশক দিয়েছি কামান দেগে।
চড়াক! জোরে শব্দ শুনে শ্রীমতী গিয়েছে জেগে।
রাত দুপুরে হচ্ছেটা কি! বলল বজ্র গলায় হেঁকে।
মিনমিনে স্বর চুপটি থাকি
কোনক্রমে সামলে রাখি
আঁখির পানি; কিন্তু জেনো- তন্দ্রা গিয়েছে ভেগে।
চুপটি করে রইনু শুয়ে আঁকড়ে বালিশ মটকা মেরে-
ঘুমের ঘোরে বেআক্কেলে স্বপ্ন যদিবা আবার ফেরে!
ঝাপটে পাখা উড়তে গিয়ে
মরব কোথায় অক্কা পেয়ে
তারচে বাবা নির্ঘুম রাত অনেক বেশি তৃপ্ত করে।
চাপড় খেয়ে চোয়াল জুড়ে টনটনে সে ব্যথা!
আঙুল ঘসে মলম লাগাই পাই বেদনা যেথা।
বিষম খেয়ে কসম করি
নিজেই নিজের দু কান ধরি
স্বপ্ন দেখার ঝকমারিতে নষ্ট পুরাই মাথা!!
================================================================
কয়েক দিন হলো অফিসের ব্যস্ততায় আসরে একদমই সময় দিতে পারছিনা...... সে ভাবে নতুন কিছু লেখাও হচ্ছে না। আজকের কবিতার প্রথম স্তবক টি গতকালই প্রকাশ করেছিলাম... তবে একটি মাত্র স্তবকে তৃপ্তি পাচ্ছিলাম না... সাধারণত লিমেরিক ছন্দে পাঁচটি লিমেরিকে একটি সম্পূর্ণ কবিতা লেখার চেষ্টা করে থাকি...... সময়াভাবে এই কবিতা চারটি স্তবকে সম্পূর্ণ করলাম।