কি যেন এক স্বপ্ন দেখে যেই উঠেছি জেগে-                
কশিয়ে দিলাম একটি চাপড় ভীষন রকম রেগে।  
হাত বুলিয়ে নিজের গালে
শিরশিরানি টের টি পেলে
বুঝতে পারি- মারতে মশা কামান দিয়েছি দেগে।