তোমার জানালা খোলা আসমান আমার জানালা গোপন
তবুও তো কত কথা বিনিময়- কত অভিমান হল রোপণ।
খোলা চুল মেলে আলসেতে বসে অধীর অপেক্ষায়—
অশনির রেখা যদি দেখা যায় ও-বাড়ির জানালায়।
রেডিওতে দূরে ভেসে আসা সুরে আসরের অনুরোধে
চকিত লাজে ধরা পড়ি পাছে- আবেগের অবরোধে-
রুমালের ভাঁজে নকশী কাজে তোমারই নামটি লেখা
বারবার তাতে মুছে নিয়ে মুখ তোমাকেই ছুঁয়ে দেখা।
গীতবিতানের পাতা খুলে শুয়ে সারাটি বিকেল বেলা
চেয়ে মেঘ পানে অকারণে চোখে জলধের মায়া খেলা।
অগোছালো ঘরে টিমটিমে আলো আঁধারে সমুদ্দুর—
তুমি হেসে দিলে ছুটে আসে ছাদে এক ফালি রোদ্দুর।
সিরিয়াল গুলো তেতো হয়ে যায়, পানসে প্রেমের গল্প
সান্ধ্য-বাসর রাত হয়ে ভোর— সময়েরা বড় অল্প।
রিমোটের মোহে সসাগরা আজ হয়ে গেছে গোষ্পদ
আমার পৃথিবী তোমাকে ঘিরেই- তোমাতেই ধ্রুবপদ।
অবশেষে এলো শুভক্ষণ যেন বরিষণ অবসানে
ওপরের ফ্ল্যাটে বেড়াতে এলে শারদীয়া আবাহনে।
“অপু দি” র ঘরে অনাবিল ঘোরে অসীম প্রতীক্ষায়
দুরু দুরু বুকে ভীরু অনুভবে হরিণী তিতিক্ষায়—
তে-তলার ঘরে মুখোমুখি দেখা- জাদুকরী দর্পণ!
কত রাত জেগে জমা করা প্রেম- তোমাতেই অর্পণ।
কি জানি কেমন প্রেমের প্রকাশ তোমার অন্তরে—
আলগোছে শুধু কপাল চুমেছো নিঝুম রাত্তিরে।।