ময়ূরাক্ষী—                                          
ফিরে এসো তুমি অভিমান স্মৃতি ভুলে
এখনো এখানে চড়ুইভাতিতে  
তোমার ছোঁয়াচে নরম সকালে  
                     ওমের আদর ঢেলে  
পৌষালি হিমে মেঘ নেমে আসে  
গুটিসুটি পায়ে গরম চাদরে
                      বকুল বিতান তলে।  
মেঘেদের সাথে লুকোচুরি খেলে
আলো আঁধারের হেম
বিরহ সে জ্বলে দূর্বা ডগায়    
মহীয়ান হয় প্রেম—
তখনও ছিল উচ্ছল প্রেম
                 আমাদেরই আশেপাশে  
অথচই কবে অপ্রেম এসে
                     বসেছিল ঠিক পাশে!

প্রতিবেশী সেই প্রেমিক প্রেমিকা
একে একে দুই, দুইয়ে দুইয়ে চার
                        হাসি খুশি উচ্ছল
এ্যালবাম জুড়ে সাজানো ছবিতে  
ঝলমলে উজ্জ্বল
তারপরে শুধু বয়সের ভার
স্মৃতিদের আনাগোনা
সার্শীর কাঁচে অকারণ সাজে  
                   পরিপাটি জাল বোনা  
চোখ জুড়ে তার রামধনু ছিল
গাঢ় নীল অবসাদ
তারপরে এলো বৃষ্টি বাদল
বরিষণ পরমাদ
যত রং ছিল ধুয়ে মুছে গেছে
                    পলল জমেছে হৃদে
না বলা কথারা গলার কাছে
                  এখনো তেমনই বিঁধে—  

               অথচই— তুমি বিপরীতে
এখনও সেই একেবারে আনকোরা
শিফন শাড়ীতে জ্যোৎস্নার ভাঁজে  
ঝলমলে  সোনাঝরা  
তোমার চিবুকে শিশিরের মতো  
                     জমে থাকা মৃদু ঘাম
বিকেলের ডাকে পেয়ে যাওয়া হাতে
জাদুকরী নীল খাম
আতরের ঘ্রাণে সুবাসিত কলি  
                       অভিমান ফরিয়াদ
গতানুগতিক পৃথিবীতে ছিল
                  অনায়াস যাতায়াত  
সেই তুমি আজ তোমার কাছেই
                     আরবার ফিরে এসো
মোহনা তে নয় বারবার তুমি
                    আমার ভেতরে মেশো—।।