মাথার ভেতরে যুবতী কবিতা
সোমত্ত গোপিনী দিয়ে সাজানো বাগান
                       কোজাগরী শাড়ি লুটিয়ে
কদিন আগেও প্রেমের অভিনয় করে গেছে
যুঁই— চাঁপা— রজনীগন্ধা—
লজ্জাশীলা কামিনীও বুকের কাছে গুঁড়ি মেরে রয়—


গন অরণ্যে বিবিধ মিলনের কবিতা
                      দ্বিবিধ অন্তর্দাহ মাথার ভেতরে  
এক ঝাঁক জল নীড়ের উঠোনে
                      এক মুঠো রোদ চোখে—
গভীর ফাটল তবু আলশের ধারে পড়ে থাকে
নবীন মানুষ মানুষী সগর্বে কথা বলে—।।