এ পৃথিবীর কথিত কবিতার ডালী
হৃদয়ের কাছে নিয়ে দীঘির গভীরে ঘুমে
শিয়রের কাছে বাঁকা চাঁদ এক-ফালি
অনাদি-ক্লান্ত চরণ ফেলে
চরবুক মাড়িয়েছে কেউ
কুড়িয়ে নিয়েছি ধূলিটুকু তার
এ জীবন যেন ঝিঙে ফুল বিকেলি রৌদ্রি শয়নে
রাশি রাশি ঝরে ভুঞে প্রভাতি শিশিরে।।