(১৯) চিন্তা!
==========================
কম্প দিয়ে জ্বরটা এলে জড়িয়ে গরম কাঁথা-                          
আলতো ওমে সেঁকতে ছিলাম টাটকা মাজার ব্যথা।
চিন্তা নামক একটি পোকা
যেই না পেল একটু মওকা
অনিঃশেষে করল ফাঁকা মগজ এবং মাথা।
--------------------------------------------  


(২০) ধেড়ে ইঁদুর    
==========================
ফান্দে পড়ে ধেড়ে ইঁদুর বলল চিঁচি করে-  
চাষার বেটা চললি কোথায় আলের পথটা ধরে!
এদিক পানে চট করে আয়-  
ধান রেখেছি; দেখ কেনে তায়
দুই চারি মন নে না রে তুই জলের মত দরে।
--------------------------------------------  


(২১) ধনুক ভাঙা পণ
==========================
একলা শালিক দেখল যখন বিষিয়ে গেল মন
দুইটি শালিক দেখতে হবে ধনুক ভাঙা পণ
হাটে বাটে ডাঙায় কাদায়
খুঁজল শালিক বনে বাদায়
চেষ্টা বৃথা, পুরল না আশ, কাঁদল আমরণ।    
--------------------------------------------