কেমন যেন পানসে সকাল
আলসে শুয়ে রোদ
চালশে চোখে দেখছি চেখে
ভ্যাপসা গুমট বোধ
তেমন কিছু ভাবছি না আর
বাড়ছে স্মৃতির রোধ
আমায় আমি ঝাপসা দেখি
জন্ম ঋণের শোধ!
ঝাপসা এবং আবছা হওয়া
সময় সুতোয় টান
মাথাও আসে তেমন তেমন
টানলে ধরে কান
কান খেজুরে, মান খেজুরে
বাঁচলে নিজের প্রাণ
দুধ পুকুরের গঙ্গা জলে
করব তখন চান।
চানও হবে, সিনান হবে
ভিজবে মাথার বেণী
খোকন যাবে শশুর বাড়ি
সঙ্গে যাবে মেনি
মেনীমুখোর কদর ভারী
ফিরঙ্গী এন্টনি
গান্ধীবাদের স্মরণ সভায়
ক্যানিং লেডিকেনি!!