সৃষ্টি থেকে এই এতদিন
স্রষ্টা হওয়ার জোরে
কাটিয়ে দিলেন অলস ধারায়
মালিক গোলাম ঘোরে
একটা দিনই আসুক নেমে
এই ধরণীর পরে
হোকনা মানুষ রক্ত মাংসে
একটা দিনের তরে
এমন সেদিন আসুক না’হয়
একটা দিনের তরে
কান্না ঝরুক চক্ষে তাঁহার
মানুষ হওয়ার তরে
বক্ষে হানুক আঘাত ভীষণ
দুঃখ রোদন ভরে
পুড়ুক হৃদয় মনস্তাপে
বিয়োগ ব্যথার জ্বরে
পাথর কাটুক, কোদাল চালাক
ঘর্ম পড়ুক ঝরে
মছলি ধরুক, কাগজ কুড়াক
সন্ধ্যা সকাল ভোরে
ফসল ফলাক আবাদ ভূমে
গতর’টা তাঁর খুঁড়ে
হেঁসেল ঠেলুক ব্যস্ত হাতে
চুলার আঁচে পুড়ে
দেনার বোঝা বইতে থাকুক
বাঁচুক অর্ধাহারে
বেকার যুবক কুটুক মাথা
বন্ধ্যা সকল দ্বারে
অংক হাজার কষতে থাকুক
মগজ অন্তঃপুরে
ব্যর্থ প্রেমিক, বিফল পথিক
হাঁটুক অন্ধকারে
দুধের শিশুই হোক না না'হয়
অনাথ এবং নাচার
হতেও পারে সদ্য কিশোর
অনির্দেশ্যে পাচার
রেড লাইটে নিলাম উঠুক
একটা দিনের তরে
একটা দিনই খাবার খুঁটুক
নর্দমারই ধারে
আকাশবাণী দেবার আগে
গরজ তাঁহার ভুলে
একটা দিনই হোকনা মানুষ
কৌতূহলের ছলে
তারপরে সে বিচার করুক
ধর্ম জাঁতার কলে
কর্ম করেই দেখুক না'হয়
কর্ম কেমন ফলে!!