কবিতায় সব বলা যায়!
ইনিয়ে বিনিয়ে প্রেমের-দ্রোহের কথা
রাগ-অভিমান, ঝগড়া-আপস
— কিংবা ব্যর্থতা!
বস্তার হোক বাস্তিল হোক
ভেঙে পড়া দেশ কাল
ক্ষোভে বিক্ষোভে আকালে অকালে
পরাভূত জঞ্জাল—
স্বাধীনতা আনা বুকের রক্তে
বিপ্লবী মহাকাল
সময়ের স্রোতে মুছে যাওয়া মুখ
মুখোশে অন্তরাল—
দাবিদাওয়া যত আদায়ীকৃত
প্রতিবাদী হরতালে
অনাগত কালে স্বাগত জানাতে
সমবেত করতালে
মিলনের দেশে মহীয়ান বেশে
মানবিকতার বাণী
মান হীনতার নিদারুণ ক্লেশে
পরাজিত অভিমানী
খেটে খাওয়া দেহ ক্লিষ্ট বদন
বিক্ষত পদ ভার
শ্রমজীবীদের ঘর্মে ছোপানো
জাগতীয় উপহার
কণ্ঠ কাঁপানো শ্লোগানের ধ্বনি
মন্দ্রিত পারাবার
পুঞ্জিত ব্যথা গুঞ্জিত হৃদে
নিন্দিত অভিসার
যযাতিয় যত স্মৃতি কথা ভার
জমেছে আস্তাকুঁড়ে
ভুখা মানবের নেংটো মিছিল
পেলব রাস্তা জুড়ে!
মুখ গুঁজে শুয়ে বালিশ ভিজিয়ে
হতাশি উদযাপন
অগণিত তারা ছুঁয়ে ছুঁয়ে দেখা
সাহসী উদ্ভাবন—
বিরুতের মতো বেঁচে থাকা ভিতু
নিষ্ফল অণু রণ
চাবুকের মতো কষায়িত রবে
উদ্বেল শিহরণ—
উৎসব হোক; হোক কলরব
চুম্বনে প্রতিবাদ
শারীরিক প্রেমে আধুনিক দাবি
মুছে যাক অপবাদ
অবদমিত কামনার লিপি
লেখনীর উচ্ছ্বাসে
সমপ্রেম পায় পরিণতি তার
স্বপ্রেম উল্লাসে
বস্তার হোক বাস্তিল হোক—
দুর্গ ভেঙে পড়ুক
যত কোলাহল যত কল্লোল
কবিতায় বেঁচে থাকুক।
কবিতায় তাই সব— স-ব-— বলা যায়—
পাশাপাশি থাকা এতদিন ধরে
তবুও অচেনা ঋতু
এই পথ ধরে চল হেঁটে যাই—
এই আমাদের সেতু।।
=================================================================
এই কবিতার সূচনা প্রিয় কবি শ্রীযুক্ত কবীর হুমায়ূন এর ১৫/০৭/২০২০ তারিখের কবিতা "একটি কবিতা" র মন্তব্যে... কবিতাটি প্রিয় কবি শ্রীযুক্ত কবীর হুমায়ূন কে উৎসর্গ করলাম।
_______________________________________________________________
"একটি কবিতা" র মন্তব্যে লেখা লাইনগুলো নিম্নে দিয়ে দিলাম।
কবিতায় সব বলা যায়!
ইনিয়ে বিনিয়ে প্রেমের-দ্রোহের কথা
রাগ-অভিমান, ঝগড়া-আপস কিংবা ব্যর্থতা!
পাশাপাশি থাকা এতদিন ধরে তবুও অচেনা ঋতু
এই পথ ধরে চল হেঁটে যাই- এই আমাদের সেতু।
বক্সার হোক বাস্তিল হোক দুর্গ ভেঙে পড়ুক
বিপ্লবে হোক উতসবে হোক যত কোলাহল যত কল্লোল
কথামালা গুলো কবিতায় লেখা থাকুক!
____________________________________________________________