যার যা খুশী বলছে বলুক
              কেয়ার থোড়াই তাতে!
কলম শুধুই লিখতে থাকুক
               সৃষ্টি সুখে মেতে –


কবির নামে দিচ্ছে গালি!
               দিতেই তারা পারে –  
গলায় যাদের জোর  রয়েছে
               ষাঁড়ের মতই ফাঁড়ে।


গলার জোরে কাড়তে পারে
                কবির কণ্ঠস্বর –
হাত দু-খানাও ভাঙতে পারে
                কাটতে পারে ধড়।  


তায় কি কলম শান্ত হবে
                রক্ত হোলি দেখে!
নূতন কবির জন্ম হবে
                বিদ্রোহ গীত লিখে।।