কবি রা সব মেঘের মতো;
রোদ হলেও তো পারে!
খেলুক না সে লুকোচুরি
আদরে আবদারে।
অমন কেন গোমড়া মুখো?
উদাসী বৈরাগী!
বলেছিল সেই মেয়েটা
কবির অনুরাগী।
কবি বলল –
এই মেয়েটা— বড্ড পাজী
মিষ্টি কথার ছলে
প্রশ্ন অমন— অমন করে
কক্ষনো কেউ তোলে!
রোদ হওয়া কি অতোই সোজা?
ঝলমলে উজ্জ্বল!
একটু না হয় মেঘ'ই হলাম
একটু অনুজ্জ্বল।
রৌদ্র শুধু জ্বালায় পোড়ায়
শান্ত মেঘের ছায়া
জুড়ায় কেমন ক্লান্ত পথিক
শ্রান্ত তাহার কায়া!!
আবার ধরো--
রৌদ্র শুধুই উজল ধারা
স্নিগ্ধ মেঘের ছোঁয়া
প্রথম প্রেমের একটু আভাস
একটু ধোঁয়া ধোঁয়া--।।