ক্লান্তিকর প্রেম নয়
যূথী বদ্ধ হৃদয় ছোঁয়াচ পেলে  
সর্বোপরি গ্রন্থি লোক ছুঁয়ে
কদলী গাছের মত পুরুষ হয়ে
কলমি লতার মত নারীতে
বিঁধে রই, বেঁধে নিই ধ্রুবপদ –

আচমন কথোপকথন –
চোখের গভীর- গভীরতর অসুখের পরিচয়—
                          ভালবাসা—

              ক্লান্তিকর প্রেম নয়
শরীরের চাহিদা অনেক;
এ সবের পরেও  
অনেক পথের বাকি
ফেলে আসা পৃথিবীর পথে…।।