কি দেখ অমন ড্যাব ড্যাব করে!  
কি চাই তোমার?
      
কি দেখি? কি চাই আমার?
কিছু তো নয়!
আঠারো বছরের বিবাহিত জীবন!
আঙুলে আঙুল ছুঁলে
মস্তিষ্কে বিদ্যুৎ ক্ষরণ!
হৃদয়ে শোণিত সঞ্চালন!