সবার থেকে এগিয়ে যাওয়া খুব সহজ নয়-
খুব সহজে এগিয়ে যাওয়াও সহজ নয়।
যখন তুমি সবার আগে-
একলা তুমি সবার আগে।
একলা থাকার, একলা বাঁচার-
স্পর্ধা রাখা খুব সহজ নয়।
যদিও-
সবার থেকে এগিয়ে যাওয়ার-
লোভ লুকানো সহজ নয়!