বহুকাল হলো হাতের লেখায় বাংলা লিখি না আর
বাটনের চাপে লিখছি যা সব কমেছে কি তার ধার!
কবি বা লেখক যাই বলো- লেখালেখি আর করি না
আমিতো এখন টাইপ করি- টাইপিস্ট তবে বোলো না!
বানান গুলোও ভুলেছি ভালোই স্পেল চেকারে বন্দী
শর্টকার্ট আরো কিসে করা যায় এই শুধু মনে ফন্দি
আঁতলামি রোজ বেড়ে চলে পাগলামি গেছে কমে
পচে যাওয়া জল মনের পুকুরে রয়েছে শুধুই জমে।
এখন আর কিছু নতুন ভাবি না রোমন্থনের গ্রন্থি
আধুনিক খুবই অশনে ভূষণে আচারে প্রাচীন পন্থী
এমনিতে আমি উদার খুবই অনুদার হতে চাই না
উপরোধে আমি ঢেঁকিও গিলি এমনিতে কিছু খাই না।
সভাসদ হয়ে উপবীত গায়ে প্রশস্তি নিই মেখে
কিছু উপহার কিছু পুরস্কার নিয়মিত নিই চেখে
নিউজপেপারে কলাম লিখি কখনো বা মিছিলে
সন্ধ্যা বাসরে টিভির তর্কে যুক্তির অছিলে
জ্বালাময়ী কিছু ভাষণ দিয়ে গরিমা নিজের বাড়াই
আমি সুধীজন সচেতন মন- পাবলিসিটি ছড়াই
তোমরা বলবে- স্বচ্ছ মানুষ; সব খুলে বললাম-
আমিতো জানি;
আবেগের সাথে কেমন খেলাটা খেললাম!!