বহু রূপে তিনি আমাদেরই মাঝে
নিত্য বিরাজমান
আমরাই শুধু বুজে থাকি নিজে
নিজেদের চোখ কান
মন্দিরে যাই মসজিদে যাই
প্রতিমায় খুঁজি তাঁকে
বুঝিনা তো কভু হারালাম প্রভু
অন্ধ গলির বাঁকে।
আচারের নামে প্রচারের কামে
বিচারের বেড়া জালে
জড়ায়েছি ডোরে মোহ কালিমার
প্রাকার অন্তরালে
আকারের থেকে নিরাকার হয়ে
নির্গুণ একাকার
সমুখে সে ছিল দু’হাত বাড়ায়ে
পাইনা তো দেখিবার।
অবনত শিরে তাঁহার স্মরণে
অঞ্জলি উপহারে
তুলে দিই নিজ সম্পদ ভার
অহমের উপাচারে
আলোকের থেকে দূরে সরে গিয়ে
তিমির অন্ধকারে
তাহাঁকেই খুঁজি কল্পিত কোন
গিরি গুহা কন্দরে।
পড়ে এলে বেলা জীবনের খেলা
ভরে ওঠে হলাহলে
হারায়েছে পথ চোরা বালুকার
অনুদার কোলাহলে
পরশন প্রিয় গ্রন্থিতে প্রভু
দরশন তব চাই—!
নিক্তিতে মাপা যুক্তিতে তাঁরি
সুপ্তির ক্ষমা নাই…
সুপ্তির ক্ষমা নাই।।
==================================================================
এই কবিতার কয়েকটি স্তবক আসরের শ্রদ্ধেয় কবি শ্রীযুক্ত প্রনব মজুমদার মহাশয়ের গতকালের কবিতা "বহুরূপী" র মন্তব্যে লিখেছিলাম... এই কবিতা তাই প্রিয় কবিকে উৎসর্গ করলাম...