কেউ বোঝে না –
এলো চুলে গুঁজে দিই অভ্র কুচি তারা –
ফাঁদ পেতে আকাশের চাঁদ –
তুষার মৌলী জোছনা –
কেউ বোঝে না।
অকারণ শব্দ করেছি চয়ন।
তারপর – ছিঁড়ে খুঁড়ে
খাট- বালিশ- লেপ যা কিছু গৃহস্থালি
চেয়ে নিই চাহিদা মতন।
অবশেষ বাক্য –
একটা রুমালের জন্য হাঁ করে থাকে
অনুক্ষণ –!
কেউ বোঝে না –
ভাঙা রাত্রিরও খিদে পায় –
অবসাদ – কামিনী ফুলের মতন –
স্নান সেরে অরিত্র তিমির
বুভুক্ষু গহ্বরে, ফাটলে– ঘাস ফড়িং
পিঁপড়ের– অনিত্য মিছিলে।
বুকের ভেতরে চর জেগে ওঠে –
ডাঙা খোঁজে অপাঙ্ক্তেয় কথা।
এইতো প্রথম দূরতম নির্জনে
ভালবাসা –
– স্বপ্নে অনেকক্ষণ!!