@_________________________@
যত দূরে যাই- দূরত্ব টা আরও আরও যায় বেড়ে
প্রতিদিনের এই কেরানী জীবন জীবন কে নেয় কেড়ে
ভাল আছি আমি- বলেছি তোমায়
যদিও জীবন গভীর কোমায়
তবুও কখনো যাইনি কোথাও কেরানী আমাকে ছেড়ে।।
@_________________________@
তুমি বলেছিলে- আবার আসবে আমার জীবনে ফিরে
আলেয়ার থেকে আলো নিয়ে এসে উজ্জ্বল নদী তিরে
প্রদীপের শিখা নেভেনি, তবুও তমসা অন্ধকার-
আবছায়া রাতে পদাতিক পথে সহসা বন্ধ দ্বার
আশা রাখি আজো ফিরবো প্রভাতে আঁধার কাটিয়ে ধীরে।।
@_________________________@