কতখানি পেরেছো কাঁদাতে আমারে!
নদী জানে – মাটি জানে
আর জানে দূর্বা ঘাস
ক ফোঁটা চোখের জলে –
কোজাগরী চাঁদ ডুবে যায় নীত অন্ধকারে –
কতখানি পেরেছো কাঁদাতে আমারে!
ঢের জল গঙ্গায় গড়ায় –
বালুচর ভরে ওঠে – ইট, কাঠ, পাথরে –
যদি পার মুড়ে দিয়ো বুক –
চবুতরি চাদরে –
কতখানি পেরেছো কাঁদাতে আমারে!
কৃত প্রান্তর খোলা জানালায়
প্রিয় মুখ –
প্রিয় ঠোঁটে আধ ফোটা ঠোঁট
আলো নিভে যায় – ভালবাসা –
ভালবাসা হাঁটে নদীর ভেতরে –
কতখানি পেরেছো কাঁদাতে –
পেরেছো কি কাঁদাতে আমারে!!