কেউ যেন বলে গেল মনে গোপনে
এবারে তে বিপ্লব হবে ময়দানে।
রাজনীতি জালিয়াতি রবে নাতো কিছু
রোগ ব্যাধি সবাকার নিয়েছে পিছু।
ভালো কথা ভালো কথা অতি উত্তম
রোগ ব্যাধি রাজনীতি বড় নরাধম।
এক যায় এক আসে দুইয়ে মিলে দুই
হাঁপ ধরে মনে প্রাণে, হাত শুধু ধুই।
দিন গেল রাত যায় ঘরে বসে থাকি
উনুনের আগুনে তে করনারে সেঁকি।
মনে ভাবি রাজনীতি গেছে বুঝি চলে
আসলে তো গ্যাঁড়াকল সব আছে ঝুলে।
মামা কাকা ধরে কেউ একা খেয়ে নিল
যার পাতে জুটল না শোরগোল দিল।
যত কিছু গালাগালি সোশ্যালে সোশ্যালে
ডিস্টেন্স মেনে থাকে নিজের গোয়ালে।
যত কিছু কাদা ছোড়া শাসকে বিরোধে
দুজনে তে লুটে খায় জনতা গণেশে।
ভারি ভারি কথা শুধু কাজ নাই মোটে
দাসখত লিখে দিই ত্রাণ নাহি জোটে।
কেউ দিল হুঙ্কার কেউ দিল গালি
নির্দেশ এসেছিল দিয়ো হাততালি।
সব কথা চুপ করে এক মনে শুনি
মাস শেষে হিসাবে তে পেন্সিল গুনি।
মন্দির মসজিদ সব থানে তালা
গতি দিতে জাঁতা কলে পানশালা খোলা।
যারা নাকি খচ্চর বেহেড মাতাল
সুরা পানে ধরে রাখে দেশের খাটাল।
যত কথা চ্যানেলে যত দেখি শুনি
উদ্ধার করেছে এরা জ্ঞনী গুনী!
করনার সমাধান হেঁকে দিল নিদানে
গুরু তে চ্যালাতে মিলে থাকে ঝুট বিতানে।
আসছে কঠিন দিন! নেতা বলে সভাতে
ঠিক ঠিক বুঝে গেছি সুদ কমে জমাতে!
বুড়ো হলে কম খাও। পারোনি তো কামাতে
অর্থনীতির নীতি! কেন এলে মাথা ঘামাতে?
এরপরে প্রতিবেশী ধেয়ে এলো ত্বরাতে
স্লোগানে সোশ্যাল ভরে দেশ প্রেম ছড়াতে।
দেশ আছে প্রেম আছে যার যার বুকেতে
যার যা কাজ করে কেউ নয় ভাড়াটে।
পাড়ার বখাটে ছেলে চার পাঁচ খান
লিখে দিলো দেশ প্রেম! কি তার বিধান!
কিছু অ্যাপ ঝটপট করেছি ডিলিট
প্রেম আছে দেশ বুকে সু-পার হিট!
সকলে যুদ্ধ চায়! এটা খুব দরকার
বাজার পড়তি হয় ভিনদেশী পটকার।
যত কিছু লেনদেন সব করো বন্ধ
সন্দেহে পাও যদি কোনো টক গন্ধ।
যুদ্ধ তো লেগে গেছে সেই কোন দিনে তে
বেঁচে আছি! মরে গেছি! কিছু নেই মনেতে!
ঘুমে থাকি ভুলে থাকি! বুক ধড়ফড়
বেঁচে আছি বুঝে নিলে জান পায় ধড়।
এই বাঁচা বাঁচা নয়, মরে মরে বাঁচা!
পথে এলে দেখা পাই, মোড়ে মোড়ে খাঁচা!
সব আছে কিছু নেই, শব হেঁটে চলে
দেশ বলে কিছু নেই! দ্বেষ কথা বলে!!