কর্ষণ (২৭/০৬/২০০৩)
-----------------------------------
অনেক অবান্তর সময় মিশে যেতে থাকে
আমার ভেতরে –

বিকেলে বৃষ্টির পরে –
কাক স্নান সেরে নবীন সন্ন্যাসী গাছ
নিরুত্তর – অসীম জিজ্ঞাসায়।

এখনও মুক্তির দ্বিধা ভুলে
মৃত্যুর কাছে শব হয়ে শুয়ে রই।

কৃত জ্যোৎস্না বুকের ওপরে –

হামাগুড়ি দেয় নিয়ত সময়
আমার সৃষ্টিশীল বিছানায়।

শেষ দেবত্তম আদরে –
স্বীয় হাত নীল সাপ হয়ে
কেড়ে নিতে থাকে –

ভালবাসার পীযুষ কনা।।  
           -০-



নাগরিক প্রেম (২৪/০৬/২০০৩)
--------------------------------
হলুদ পাখির কাছে অজস্র ঋণ –                      

অরণ্য বিদিশায় পবিত্র হাত দুটি রাখি

সুবহ নগরী ঘুম ভেঙে আপ্লুত মোহে
নদীর বুকের কাছে ছায়া মাখা ঢেউ
চেয়ে নিতে এসে –

একমুঠো বিষে ভালবাসা জানায়।।
              -০-