কাঁদো ঈশ্বর, কাঁদো…
অনেক তোমায় কাঁদতে হবে
সৃষ্টি যেমন কাঁদে
স্রষ্টা বলেই পার পাবে না
অলীক কুহক ফাঁদে—


ইচ্ছে তোমার চলবে না আর
নিয়ম যেমন খুশী
গাজোয়ারী আচার বিচার  
কর্মফলে দুষী


সৃষ্টি তোমার, তুমিই জানো
তুমিই টানো রশি
সৃষ্টি যখন লাগাম ছাড়া
লাগাম ধরো কষি  


কিন্তু তুমি লাগাম ছেড়ে
নস্যি দিয়ে নাকে
ঘুমিয়ে থাকো মটকা মেরে
পাঁকাল মাছটি পাঁকে


এমান ধারা চলবে না আর  
বিচার তোমার হবে
তুমিই না'হয় বিচার কোর
সৃষ্টি সাক্ষী রবে


তখন আবার মূর্ছা গিয়ে
মিথ্যে নাহি সাধো
অনেক তোমায় কাঁদতে হবে
কাঁদো ঈশ্বর, কাঁদো…!!
===================================
কবিতাটি প্রিয় কবি শ্রীমতী পারমিতা ব্যানার্জি কে উৎসর্গ করলাম...