পুকুর ঘাটের পাড়ে
কদম গাছের আড়ে
দাঁড়িয়ে হোথায় কে রে
আবছা অন্ধকারে!
কাজল গায়ের রঙ
প্রেমিক ঠাকুর ঢঙ—
ময়ূর শিখী টঙ-
যাত্রাপালার সঙ!
এই ছেলেটা—
নাম কিরে তোর?
দাঁড়িয়ে একা-
মতলব কি?
ভণ্ড! নাকি চোর!
বাঁশিও আছে!
মুরলী ধারি!
সত্যি পারিস!
ড্যাবড্যাবিয়ে চেয়ে—
সাহস বলিহারি!
চরিয়ে ধেনু গাঁয়ে
স্বপ্ন আকাশচারী!
দূর হ তুই কালা—
কি যে আমার জ্বালা
এমনি কি দিন চলে—
আটকে কাঁটা গলে?
হঠাৎ উদাস চেয়ে
মন চলে যায় ধেয়ে
মলয় বায়ু বেয়ে—
তল খুঁজে না পেয়ে
একাই মরি জ্বলে।
সূর্যি গেলে ঢলে
তমাল তরু মূলে
বেভুল মনের ভুলে
মনের দুয়ার খুলে
বাসর সাজাই ফুলে—
অপেক্ষার এই কূলে
তুই কি আসিস ভুলে!
নষ্ট আমায় কোরে
পালিয়ে বেড়াস ওরে!
বাঁধলি কেন ঘোরে
বিনি সুতোর ডোরে—
হায়রে বিপদতারন
তোর পড়ে না চরণ!
তবে- ইচ্ছে করিস পূরণ
তোর যেন হয় মরণ—
কালা- তোর যেন হয় মরণ!!