ছাই পাঁশ যত লিখছি বসে
দুয়ার দিয়ে এঁটে-
ভাবনা গুলো গুমট হাওয়ায়
যাচ্ছে শুধুই ঘেঁটে।
কলম দিয়ে আঁচড় কাটি
লিখছি হিসাব খুঁটিনাটি
হচ্ছে না তো কাব্য তেমন
তৃষ্ণা যেমন মেটে।