০১/০৮/২০২০ তারিখে  প্রকাশিত  “যুগলবন্দী ২” লিমেরিক গুচ্ছের মন্তব্যে প্রিয় কবি শ্রীযুক্ত সঞ্জয় কর্মকার এবং আমি পুনরায় ৩ টি করে অর্থাৎ মোট ৬ টি লিমেরিক লিখি। এই লিমেরিক গুলো মুলত স্বদেশ চেতনার ওপরে লেখা।    
......... সেই লেখা গুলি লেখার ক্রমপর্যায় অনুযায়ী এখানে সংকলিত করে দিলাম!
***************************************************************************

(১৩) কবি:- সঞ্জয় কর্মকার (সময়: ০১/০৮/২০২০, ১৮.৪৭)

আলোর পথের পথিক মোরা; নাই বা থাকুক পালকি ঘোড়া  
মসির ঘাতে প্রণয় পথে; সে ফুল ফোটাই সাজ সবেরা।
দিব্য সে পথ ধ্বজা ধরি
তার সে সীমায় আকাশ গড়ি,
ভালোবাসার লহর হৃদে; স্বপ্ন সম চাই যে ধরা।


(১৪) কবি:- অভিজিৎ জানা (সময়: ০১/০৮/২০২০, ১৯.৪৫)

বুকের মধ্যে অযুত আশার এক পৃথিবী স্বপ্ন ধরা-  
ধরায় তবু মৃত্যু মিছিল মানুষ খুনের শোণিত ধারা।
দ্বেষের গোড়ায় কুঠার হেনে-
প্রেমের গাঙ্গে জোয়ার এনে-
স্বপ্নে মোড়া এই স্বদেশে ভাঙবো যত দ্বেষের কারা।


(১৫) কবি:- সঞ্জয় কর্মকার (সময়: ০১/০৮/২০২০, ২০.০৬)

আয় রে জোয়ান নবীন প্রবীণ আলোর পথেই উড়াই কেতন  
আয় রে সোনা মানিক সবে বঙ্গ দেশের বীর সে রতন।
ভাঙবো রে ভাই রুদ্ধ কারা
পিছলে সে পণ পিছিয়ে মোরা,
সাধ্য না হয় সাধবো রে প্রাণ, জড়ায় সবুজ লাল সে কাফন।


(১৬) কবি:- অভিজিৎ জানা (সময়: ০১/০৮/২০২০, ২১.০৮)

আলোয় আলোয় ভরব রে ওই বিশাল সুনীল নিখিল আকাশ।  
প্রণয় মায়ায় মুড়িয়ে দেবো ভাবী কালের শ্বাসের বাতাস।
জড়িয়ে নিশান দৃপ্ত জয়ের  
গুঁড়িয়ে সোপান মৃত্যু ভয়ের
উড়িয়ে সবুজ বিজয় কেতন ছড়িয়ে দেব মুক্তি আভাস।


(১৭) কবি:- সঞ্জয় কর্মকার (সময়: ০১/০৮/২০২০, ২১.৩৫)

সেই দিন মা চোখের জলে ভাসবে না আর নয়ন ঘোর
পূব আকাশে ছড়িয়ে আবির আনবো মোরা নতুন ভোর।
বিহঙ্গের ওই মধুর বোলে
পরম সুখে রইবো কোলে,
দিক বিদিকে সুরের বাতাস; লুটবে না আর আব্রু তোর।


(১৮) কবি:- অভিজিৎ জানা (সময়: ০১/০৮/২০২০, ২১.৫৯)

ধন্য আমার স্বদেশ ভূমি, মুছল মায়ের চোখের জল।                            
হাওয়ায় ওড়ে খুশির আবির, সবই মায়ের ত্যাগের ফল।
ভাইয়ে ভাইয়ে কোলাকুলি
হিংসা বিভেদ দ্বন্দ্ব ভুলি
আয়রে ত্বরায় ব্রাত্য জনায় স্বদেশ মায়ের ধ্বজার তল।