এই লিমেরিক গুচ্ছের প্রতিটি লেখাই গত ০৩/০৮/২০২০ তারিখে লেখা যুগলবন্দী ৩ এর মন্তব্য লেখা হয়েছিল।
************************************************************
(১৯) কবি:- সঞ্জয় কর্মকার
দীপ্তি আজি ছড়ায় বাতাস মৃদঙ্গের ওই মধুর বোল
বঙ্গ দেশের বীর সে গাথা দিগন্তে ওই তুলছে রোল।
নয়ন জুড়ায় লাল সবুজে
নই যে মোরা বাঘ কাগুজে,
ভ্রান্ত পথের ওই সে পাড়ে; জগৎ সভায় দিচ্ছে দোল।
(২০) কবি:- অভিজিৎ জানা
দোদুল দোলায় দুলছে হৃদয়, বুকের মাঝে মাভৈঃ বোল
দৃপ্ত চরণ নৃত্য করন, বাংলা মায়ের প্রাণের খোল
বাজল কাঁসর ঝাঁঝর আরও
অরূপ সোভায় নয়ন ভরো
মায়ের আঁচল বিতান ছায়া সবার হৃদে দিচ্ছে দোল।
(২১) কবি:- সঞ্জয় কর্মকার
শান্ত মোরা, নয় কো ভীতু দিচ্ছে জানান বাতাস তার
সুবাস সে ঘ্রাণ রঙ ছড়িয়ে জগৎ সভার খুললো রে দ্বার।
স্বর্ণ বরণ বাংলা মাতা
অযুত নিযুত বীর সে ভ্রাতা,
একতারের ঐ সুরের বোলে; গগন চুমে মাদল তার।
(২২)কবি:- অভিজিৎ জানা
ভাইয়ে ভাইয়ে মুষ্টি বাঁধন- স্নেহের মায়ার প্রীতির বাঁধন
বুকের আগলে বাঁধিয়া রাখিয়া ভাইয়ের হিতে কৃচ্ছ সাধন
হানাহানি আর বিভেদ ভুলে
আয়রে তোরা সবাই চলে
এই যে স্বদেশ এইই জননী, জন্মভূমির ভিত্তি স্থাপন।
(২৩) কবি:- সঞ্জয় কর্মকার
সোনার রবির উজল ধারা ক্ষেত সে কনক মনোহরা
প্রশান্তির ওই স্নিগ্ধ বায়ে ঊর্মি মালায় মালায় ঘেরা।
অংশুমালীর মধুর কিরণ
সকল দেশের হৃদয় হরণ,
ধন্য যে এই তল সে ভূমি; শ্রেষ্ট সে দেশ জগৎ জোড়া।
(২৪) কবি:- অভিজিৎ জানা
জগত জুড়ে প্রেমের সুরে আশার বানী ছড়িয়ে দিয়ে
মানব সেবায় অনিঃশেষে অধম দেহ বিলিয়ে দিয়ে
আমার দেশের প্রাণের ঠাকুর
আমজনতা দেখরে মুকুর
সবার মুখেই রবির কিরণ, সবাই উঠুক উদ্ভাসিয়ে।